শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের ফাইনাল

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪-০ গোলে গৌড়মতি ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্ষীরসাপাত ফুটবল দল। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, মাহমুদুর রশীদ তুহিন ও ফারুক হোসেনসহ অন্যরা।