শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গতকাল রাতে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব।
এতে বক্তব্য দেন— শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি কেতাবুল আলম, দপ্তর সম্পাদক আবদুল আখের, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, আম উদ্যোক্তা এনামুল হক স্বপন, শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা।
বক্তারা শিবগঞ্জে আমচত্বর নির্মাণ, আমের সমস্যা-সম্ভাবনা, প্রি-পেইড মিটার বাতিল, শিবগঞ্জকে যানজটমুক্ত, আম গবেষণা কেন্দ্র পুনর্নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য আলোচনা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিস হতে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পুনঃস্থাপনের দাবি তুলে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক কমিটির মাধম্যকে সবাইক সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চাঁপাই উৎসবে গুণীজন হিসেবে সম্মাননা পাওয়ায় আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়।