শিবগঞ্জে অসহায়-দুস্থরা পেলেন চেক, চাল-কম্বল
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে অসহায়-দুস্থ ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১০০ জনের মাঝে ১ লাখ ৬ হাজার টাকার চেক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল-কম্বল ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।