শিবগঞ্জে অবৈধ মাটিকাটার ড্রেজার মালিককের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মালিক ডালিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করে মালিক ডালিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক সাদিকুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে।