শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার

ভারতীয় সীমান্তে পড়ে থাকা ৩১টি মালিবহিন স্মার্ট ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি মাঠ থেকে জব্দ করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই মাঝে চোরাকারবারিরা মোবাইল ফোনগুলো পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশী চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো কাষ্টমসে জমা দেয়া হয়েছে।