শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবগঞ্জ উপজেলার সাহিত্য সংগঠন ‘সাহিত্য মঞ্চ, শিবগঞ্জ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় জেলার ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নাওয়াজ গামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কবি ও নজরুল গবেষক সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গবেষক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ও কলামিস্ট সামসুল ইসলাম টুকু, কবি ও কথা সাহিত্যিক আনিফ রুবেদ, কবি ও ছড়াকার এনামুল হক তুফান।
শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন— সাহিত্য মঞ্চের সহসভাপতি ছড়াকার সাইদুর রহমান দুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ডা. রবিউল ইসলাম, আইটি উদ্যোক্তা সাহাদাত হোসেন, কবি ও কথাসাহিত্যিক রেহেনা বিথী, অধ্যাপক মনিরুল ইসলাম মনি, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, আল বশরী সোহান।
আবৃত্তি করেছেন— রুদ্র বারি, হালিম মোল্লা কাব্য, পাণ্ডব মনদেহী, করিম মোল্লা, তারেক মাহমুদ, শাহরিয়ার বিন মিজানুর ও ইহান আরভিন। সংগীত পরিবেশন করেন, মুনিরা, বিথী, নাইম, ফারজানা ও আলিউল আজিম।
অনুষ্ঠান সঞ্চলনা ও সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল্লাহ আল মামুন সাহেদ। অনুষ্ঠানের ফাঁকে কবি আমিনুল ইসলামের লেখা ‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।