শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লতিফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা করার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে বহির্বিশ্বে উপস্থাপন করা যায়। এসময় কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কামরুজ্জামানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।