শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু

চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর-২০২৫ শুরু হয়েছে। সোমবার কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল মিলায়তনে মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি মো. লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. শরিফুল আলম। উপস্থাপনায় ছিলেন কলেজটির জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীমা আকতার। প্রধান অতিথির বক্তব্যে মো. লতিফুর রহমান শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ হাজির থাকার আহ্বান জানিয়ে বলেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করছে। এই কলেজের শুধু শিক্ষার্থীই নয়— কলেজের মানও উন্নয়ন করব, এজন্য শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে আসতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেককে মানবিক হতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের সবরকম সাহায্য সহযোগিতা করা হবে, শিক্ষার পরিবেশের উন্নয়ন ঘটানো হবে, ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়ন ও তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে একদাশ শ্রেণীর বিজ্ঞান ও কমার্স বিভাগের শিক্ষার্থীদের জন্য গাইড ডে নভেম্বর পালন করা হবে বলে জানানো হয়।