লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করল বাউল ভক্তকুল

লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করেছে চাঁপাই বাউল ভক্তকুল। আজ বিকেলে বিশ্বরোড মোড়ে ভক্তকুল কক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। চিশতী আলাল উদ্দিন সাধুর সভাপতিত্বে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের সংগীত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জালাল উদ্দিন সাধু, চিশতী সাদিকুল ইসলাম, গম্ভীরা শিল্পী ও সাংবাদিক মাহবুবু আলম, কবি আনিফ রুবেদ, সুফি তানভীর, শিক্ষক আসরাফুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, ফরিদা পারভিন ছিলেন, লালন সংগীতের প্রচারক ও অনুসারী, তিনি লালনের দর্শন ও বাণীকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বাংলা সংস্কৃতির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভক্ত কাউসার রিপন। পরে ভক্তদের পরিবেশনায় লালন সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হয় সদ্য প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরদা পারভিনকে।