লন্ডন মাতালেন সাগর বাউল

লন্ডনের কলোসিয়াম স্যুটে গেল ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ‘বাউল উৎসব লন্ডন-২০২৬’। বাংলা ক্রেজ ইউকের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে শ্রোতাদের মাতালেন কণ্ঠশিল্পী সাগর বাউল। সাগর বাউল ছাড়াও আয়োজনে অংশ নেন কামরুজ্জামান রাব্বি ও বেলী আফরোজ। এছাড়াও ছিলেন লন্ডনপ্রবাসী বাঙালি শিল্পীরা। তাদের মধ্যে আছেন বাউল এম হোসেন, সাজ্জাদ নুর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা এবং যৌথভাবে বাংলাদেশ-লন্ডনের শিল্পী হিসেবে পারফরম্যান্স করেন শারমিন দীপু। মূলত, এটি টিকিট শো হলেও প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান আয়োজকরা। সাগর বাউল বলেন, ‘দারুণ একটি শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা যে গান পাগল সেটা আরেকবার প্রমাণিত হলো। বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর শারমীন দীপুর অক্লান্ত পরিশ্রম আর আতিথেয়তার কথা না বললেই নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। বিশেষ করে, বাংলা ক্রেজ ইউকে সংগঠনের সকল কলাকুশলীরা এই অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করেছে। বলা দরকার, লন্ডনে বসবাসরত বাঙালিরাই অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে বাজিয়েছেন। তাদের মধ্যে ছিলেন তানিম, হাসান, রিজানসহ অনেকে।এদিকে, সাগর বাউল বিশ্বের ১৪টি দেশে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে সকল আয়োজনের মধ্যে লন্ডনের অনুষ্ঠানটি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কারণ লোকসংগীতের বিশাল এক প্রাণকেন্দ্র সিলেটের মানুষজন আর সেই সিলেটি মানুষের বিশাল একটি অংশ বসবাস করে লন্ডনে; যারা লোকগানের ভক্ত ও প্রচারক।