রানাকে চার মেরে টানা দ্বিতীয় টেস্টে নিসাঙ্কার সেঞ্চুরি

নাহিদ রানাকে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নিসাঙ্কা। ১৬৭ বল খরচ করেন। ১৮তম টেস্ট খেলতে নামা এই ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি। চান্দিমালকে সঙ্গে গড়া শতাধিক রানের জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। এখন পর্যন্ত এই জুটি থেকে আসে ১১৫ রান।

আরেকটি সেঞ্চুরির পথে নিসাঙ্কা

গলে ১৮৭ রানের ইনিংস খেলে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিলেন। এবার কলম্বোয়ও আরেকটি সেঞ্চুরির পথে নিসাঙ্কা। চা বিরতিতে যাওয়ার আগে ৯৩ রানে অপরাজিত আছেন এই ওপেনার। সঙ্গে চান্দিমাল অপরাজিত ৫৪ রানে। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত ১সে ১০২ রান। এই সেশনে বাংলাদেশ মাত্র ১টি উইকেট পায়।

চান্দিমালের ফিফটির পর জুটির সেঞ্চুরি

তাইজুলের ঘূর্ণিতে পায়ে লাগে চান্দিমালের। জোরালো আবেদনে সাড়াও দেন আম্পায়ার। রিভিউ নেন চান্দিমাল। বেঁচে যান ফিফটি থেকে ১৩ রান দূরে থেকে। ৭০ বলে ফিফটির দেখা পান। তার ফিফটির পরই নিসাঙ্কার সঙ্গে জুটির সেঞ্চুরি হয়।

উদারার আউটের পর নিসাঙ্কার ফিফটি

বিরতির পর এসেই উইকেটের দেখা পেলো বাংলাদেশ। তাইজুলের ঘূর্ণিতে উদারা এলবিডব্লিউর শিকার হন। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার, বাংলাদেশ রিভিউ নিয়ে উইকেটে দেখা পায়। ৬৫ বলে ৪০ রান করেন এই ব্যাটার। তার আউটে ভাঙে ৮৮ রানের জুটি। তার আউটের পরের ওভারেই নিসাঙ্কা ফিফটির দেখা পান। ৭৯ বলে হাফসেঞ্চুরি করেন এই ব্যাটার।  ক্রিজে নিসাঙ্কার সঙ্গী চান্দিমাল।

প্রথম সেশনে বলে-ব্যাটে দাপুটে শ্রীলঙ্কা

প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেটই নিতে পারেনি। ৮৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যানে দুই ওপেনার নিসাঙ্কা-উদারা। নিসাঙ্কা ৪২ ও উদারা ৪০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের রান টপকাতে এখনো তাদের প্রয়োজন ১৬৪ রান। এর আগে শুরুতেই বল হাতে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করে শ্রীলঙ্কা।

২৪৭ রানে অল আউট বাংলাদেশ 

২২০ রানে দিন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন ২৭ রান যোগ করে। তাইজুলের দৃড়তায় প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৭ রান করে। তাইজুল ৩৩ রান করেন। এর  বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে প্রথম ইনিংসে খেলা হয়েছে ৭১ ওভার। সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান। এ ছাড়া মুশফিক ৩৫ লিটন দাস ৩৪ ও মিরাজ ৩১ রান করেন। থিতু হয়ে আউট হয়ে যাওয়ায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। আসিথা ৩ ও অভিষিক্ত সোনাল নেন সমান ৩টি করে উইকেট।

ইবাদতের আউটে দ্বিতীয় দিনের শুরু

ইবাদতের আউটে বাংলাদেশের দিন শুরু। তাইজুলের চারে শুরুতেই দারুণ আভাস দিয়েছিল। কিন্তু সেই সুখ বেশি লম্বা হয়নি। আসিথার তোপে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইবাদত। ভাঙে ২৮ বলে ১৫ রানের জুটি।প্রায় দুই বছর খেলতে নামা ইবাদতের ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান।

দ্বিতীয় দিন মাঠে বাংলাদেশ 

কলম্বোয় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা।  তাইজুল ইসলাম-ইবাদত হোসেন দিন শুরু করেন। দুজনের চাওয়া বাংলাদেশের সংগ্রহ কিছুটা বাড়ানো।

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০। তাইজুল ৯ ইবাদত ৫ রানে অপরাজিত আছেন। বৃষ্টি বিঘ্নিত এই দিনে খেলা হয়েছে ৭১ ওভার। সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান। এ ছাড়া মুশফিক ৩৫ লিটন দাস ৩৪ ও মিরাজ ৩১ রান করেন। থিতু হয়ে আউট হয়ে যাওয়ায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত সোনাল দিনুশাসহ সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আসিথা-বিশ্ব।