রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২ টি মোবাইলসহ সীমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা পরিবহনের সময় শেখ ফয়সাল মিয়া ও আলম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর আভিযানিক দল, ঐ ২ জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে এমন তথ্যের ভিত্তিতে তাদরে গতিবিধি পর্যবেক্ষন করে, নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জনকে অভিনব কায়দায় বহন করা উল্লেখিত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধওে আন্ত:জেলা মাদক চক্রের সদস্য এবং রাজশাহী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
