রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীর পবা উপজেলা হতে ফেন্সিডিলসহ মাদকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ র‌্যাব-৫ এর প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে পবা উপজেলার ছোট আমগাছী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৬ টি সীম, ১টি মোটরসাইকেল ও নগদ ৭ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পবা থানার আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), বেলপুকুর থানার ধাধাইস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া গ্রামের মৃত হাবিববুর রহমানের ছেলে নজরুল ইসলাম।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ ও পরস্পরের যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে আমগাছী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঐ ৩ আসামিকে আটক করে। পরবর্তীতে ১নং আসামী কুরাইস আহম্মেদ অরফে মনির বাড়ী তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।