রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আওতায় রাজশাহী জোনের সকল মাঠ কর্মী, ও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর বায়ায় অবস্থিত আশ্রয় সেন্টারে সমাবেশে এরিয়া ভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রম এর বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়- তার উপর রিপোর্ট ভিত্তিক পর্যালোচনা করা করা হয়। সমাবেশে মার্ঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য তুলে ধরেন মাঠ কর্মী ও ম্যানেজারবৃন্দ এবং সেই সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের পরিচালক (কার্যক্রম) পংকজ কুমার সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সকলের উদেশ্যে বলেন ” মাঠ পর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ভুমিকা রাখবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবে,এর পাশাপাশি কর্মী অফিসাররা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে সচ্চতা জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দীন, সহকারি পরিচালক জুলফিকার আলীসহ রাজশাহী, পবা, ভবানীগঞ্জ, আত্রাই, নাটোর জোনের প্রধানসহ বিভিন্ন ইউনিট অফিস এর মোট ১৬৩ জন্য মাঠকর্মী ও কর্মকর্তা গন অংশগ্রহণ করেন।