রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ

গোমস্তাপুর উপজেলার রহনপুরে চাষিদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ কার্প ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য প্রয়াসের ১০ জন সদস্যকে মাছ চাষের হিসেবে চুন, রোটেনন, ঝাঁকি জাল, ইউরিয়া, টিএসপি, সবজি বীজ এবং রেকর্ড বুক দেয়া হয়। সেই সঙ্গে সদস্যদের মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সার্বিক ব্যস্থাপনায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রয়াসের রহনপুর শাখার অধীনস্থ সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (অডিট) অলোকা রানী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেন।