রহনপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল ইসলাম আলাল। রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম। উদ্বোধনী খেলায় রোড ব্লগ ২-০ সেটে সাদি ব্যাডমিন্টন ক্লাবকে পরাজিত করে। এছাড়া আগামী শুক্রবার জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার জেলা ও জাতীয় পর্যায়ের জয়ী দলদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।