রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা হাত বাড়ালেন পৌর মেয়র
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। আজ সকালে রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে এসে সহায়তা করেন। তিনি ব্যবসা পরিচালনার বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এ সময় উপস্থিত ছিলেন ৩ ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর মোজাহার আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকান্দুডে টি দোকান পুড়ে যায়। এতে ২ টি দোকানে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সূত্রে জানা যায়।