01713248557

sm@radiomahananda.fm

LIVE

রং ঢং মুক্তি পাচ্ছে শুক্রবার

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে চলছে সংস্কার। তবে এই সংস্কার চলাকালীন সময়ে দেশে কমে গেছে নতুন সিনেমা মুক্তি। এরমধ্যে শরতের জবা নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। যদিও সেভাবে দর্শক টানতে পারেনি। তবে যথারীতি হলিইডের সিনেমা মুক্তি পেয়েছেন সিনেপ্লেক্সে। এদিকে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো আগামী ৮ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘রং ঢং’। চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন সিনেমাটি। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে। রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ। ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।