যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন শুল্কহার কার্যকর আজ থেকে


যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে আজ থেকে নতুন শুল্কহার কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এ নতুন শুল্ক হার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর প্রযোজ্য হবে। সংশোধিত হারে বাংলাদেশকে এখন থেকে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে, যার ফলে মোট শুল্কহার দাঁড়াচ্ছে ৩৬ দশমিক ৫ শতাংশ। আজ থেকে কার্যকর হওয়া শুল্ক হারের কারণে তৈরি পোশাক খাতসহ রপ্তানিনির্ভর শিল্পে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্কহার ঘোষণা করেন।