মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি
লিওনেল মেসিকে নিয়ে স্বস্ত্বির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার ডান পায়ের পেশির চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি। তবে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেরার নির্দিষ্ট সময় এখনও জানাতে পারেনি ক্লাবটি। গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর দিকেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত একাদশ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির চোট ‘মাইনর’।