মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
মেক্সিকো তাদের প্রথম বার্ড ফ্লু (এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) আক্রান্ত মানব রোগী শনাক্ত করেছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক সংক্রমণের কোনও প্রমাণ আমাদের হাতে নেই।’
গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো প্রদেশে তিন বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এখন হাসপাতালে রাখা হয়েছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বার্ড ফ্লু ভাইরাসের কারণে জনস্বাস্থ্যে এখন পর্যন্ত সামান্য ঝুঁকিই দেখতে পাচ্ছেন তারা। ভাইরাস শনাক্ত হওয়া ডুরাঙ্গো প্রদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গবাদি পশু উৎপাদন ও রপ্তানি এখানকার প্রধান চালিকাশক্তি।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে এইচ৫এন১ এর একটি মারাত্মক ভ্যারিয়ান্ট বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এর ফলে, হাঁস-মুরগিসহ পোলট্রির বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গত বছর প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়।এদিকে, বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি বছর দুয়েকের এক শিশুকন্যার মৃত্যু হয় ভারতে। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার বালাইয়া নগরে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটি আধাকাঁচা মুরগির মাংস খেয়েছিল। তার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা করে তার শরীরে এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেন পাওয়া যায়। চিকিৎসা চলাকালীন গত ১৬ মার্চ মৃত্যু হয় শিশুটির।