মিনহাসের ঝড়, পাকিস্তানের উড়ন্ত জয়; ভারত হেরে শিরোপা হাতছাড়া

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে এক দাপুটে জয়ে শিরোপা জিতেছে। আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে পাকিস্তান ১৯১ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ওঠে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত, কিন্তু শুরু থেকেই ব্যাটারদের আক্রমণের মুখে পড়তে হয় তাদের। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করে।
পাকিস্তানের বড় সংগ্রহে প্রধান নায়ক ছিলেন সামির মিনহাস। ১১৩ বল খেলে তিনি খেলেন ১৭২ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১৭ চার ও ৯ ছক্কা। গ্রুপ পর্বে মালয়েশিয়াকে ১৭৭ রানে হারানো এই তরুণ ব্যাটারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। বিশেষ করে ভারতের সঙ্গে ফাইনালে প্রতিশোধ নেওয়ার মানসিকতায় যেন ঝড় তুললেন মিনহাস।
নতুন বলের বোলার কিশান সিং ও দীপেশ দেবেন্দ্রনের ওপর আক্রমণ চালিয়ে মাত্র ৭১ বলেই শতক পূর্ণ করেন তিনি। যদিও ধীরগতির এক বল ধরতে না পেরে মিড অনে ক্যাচ হয়ে মাঠ ছাড়েন, তবুও তাঁর ইনিংস পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছে।
পাকিস্তানের ইনিংসে উসমান খান ৩৫ রান করেন, আর আহমেদ হুসেইন ৫৬ রানের কার্যকর ইনিংস খেলেন। মিনহাস ও আহমেদের ১৩৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই সমস্যায় পড়ে। নিয়মিত উইকেট হারাতে থাকে তারা, এবং পুরো দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ স্কোর আসে ৩৬ রানে, যা করেন দেবেন্দ্রন।
পাকিস্তানের বোলিংয়ে আলি রাজা ৪ উইকেট নেন। আবদুল সোবহান, মোহাম্মদ সায়াম ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়লাভ করল। এর আগে ২০১২ সালে ভারতকে সঙ্গে নিয়ে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।