মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ আটক ৫০৬

মালয়েশিয়ার হার্ট খ্যাত বুকিত বিন্তাং এর জালান ইমবিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় ৫০৬ জন অনিবন্ধিত কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ১৮৫ জন কর্মকর্তার অংশগ্রহণে গতকাল রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, জালান ইমবিতে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া নিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত।