মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা ঠেকাতে সতর্ক হাইকমিশন


নানা অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে গত বছরের ১ জুন বন্ধ হয়েছে মালয়েশিয়া শ্রমবাজার। সেই সময় সিন্ডিকেট ও দালালদের খপ্পরে পড়ে প্রায় ১৯ হাজারের অধিক কর্মী দেশটিতে যেতে পারেননি। এর পরেও নানা প্রলোভন দেখিয়ে দালালচক্র পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদের দেশটিতে পাঠাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগের বিষয়ে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। আজ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেইসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোন চুক্তি বা সমঝোতা স্মারক নেই।