মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট : জয় পেয়েছে গোমস্তাপুর

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চলছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে ৯ নম্বর জার্সি পরিহিত রনি একটি গোল করে গোমস্তাপুর দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোমস্তাপুর উপজেলা দল। আক্রমণে থেকেও গোল করতে ব্যর্থ হয় সদর উপজেলা দল। এসময় উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। খেলার শুরুতে সকলকে মাদকবিরোধী শপথ পাঠ করান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। আজ বৃহস্পতবিার বিকালে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে শিবগঞ্জ বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল। এর আগে গত মঙ্গলবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম।