মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু : খেলাধুলা চর্চার আহ্বান বক্তাদের

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিধিপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রাজিউর রহমান। বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলা চর্চা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করেছে। সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলা বনাম নাচোল উপজেলা দল মুখোমুখি হয়।

খেলার প্রথমার্ধে ১৫ নম্বর জার্সি পরিহিত জোবায়েরের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ১০ নম্বর জার্সি পরিহিত সিজানের করা আরো ১টি গোলের সুবাদে ২-০ গোলে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা দল। আগামীকাল একই স্টেডিয়ামে মুখোমুখি হবে সদর ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।