মা ও শিশুর পুষ্টি ও জলবায়ু উন্নয়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ ৪টি ইউনিয়ন ও সদর পৌরসভায় মোট ১৭শ পরিবারকে ৫ ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রামের উদ্যোগেগতকাল ও আজ মা ও শিশুর অপুষ্টি নিরসন ও জলবায়ু উন্নয়নে (Enough Campaign) এই চারাগুলো বিতরণ করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতায় হতদরিদ্রপরিবার, প্রতিবন্ধী পরিবার, ওয়ার্ল্ড ভিশন কর্তৃক নিবন্ধনকৃত শিশুর পরিবার, বিদ্যালয় এবং দরিদ্র আদিবাসী পরিবারের মধ্যে বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ৫টি কর্মএলাকার স্থানীয় সরকার প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ। বিতরণকৃত গাছের মধ্যে রয়েছে আম, সফেদা, মাল্টা, পেয়ারা ও নিম এবং বালিয়াডাঙা, সুন্দরপুর, দেবীনগর, চরঅনুপনগর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে এই চারাগুলো বিতরণ করা হয়।