ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে এই তালিকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দফায় দফায় যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নিজ নিজ কার্যালয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখতে এই তালিকা হস্তান্তর করা হয়। সরকারি নির্দেশনা অনুসারে, নির্বাচিতদের নামের তালিকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রকাশিত তালিকায় কোনো সচ্ছল, স্বাবলম্বী কিংবা অনুপযুক্ত ব্যক্তি অনুপ্রবেশ করে থাকেন তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা পান সেজন্যই এমন খোলামেলা প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রকাশ এবং আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।