ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোলাহাটে অতিথিসহ অন্যান্য পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামীম হোসেনের সভাপতিত্বে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই জনসচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, ভোলাহাট থানার সাব ইন্সপেক্টর শাহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম। সভায় সব ধরনের পাখি শিকার থেকে দূরে থাকার জন্য আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন বক্তারা। পাখি শিকার ও বাজারজাতকালে কেউ ধরা পড়লে সর্বোচ্চ ১ বছরের সাজা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে বলে জানান সভার সভাপতি শামীম হোসেন।