ভুয়া পরিচয় দেয়ায় দুজন আটক
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে বাংলাদেশ বিমানবাহিনীর একজন ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী ও তার এক সহযোগী আটক হয়েছেন। বুধবার বিকেল ৫টায় জেলার সদর উপজেলার পেয়ারাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদ্বয় হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী মো. শাহরিয়ার সুলতান বাবু (৪১) ও তার সহযোগী মো. আবু সালেহ বায়েজিদ (২৬)। শাহরিয়ার সুলতান বাবু পেয়ারাবাগান শ্মশানঘাট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। আর বায়েজিদ তারুনবাড়ী এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, শাহরিযার সুলতান বাবু কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে কথোপকথনের সময় তিনি নিজেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার ও তার সহযোগীর একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চান। পরবর্তীতে ৮ জানুয়ারি তিনি তার পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির পিতা বাংলাদেশ বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং বড়ভাই ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট। সেনাবাহিনী ও র্যাব বিস্তারিত তদন্তের জন্য তার এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।