01713248557

ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকের আলী অনিককেও। রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। তাদের হারায় ২-০ ব্যবধানে। এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরিফুল ছিলেন না চোটের কারণে। এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও।

পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরিফুলের জায়গায় জাকেরকে নেওয়া। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি। আগামী ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।