ভারতে পর্যটনের তালিকায় নেই ‘তাজমহল’

264
155096944

ভারতের উত্তরপ্রদেশের পর্যটনের তালিকায় নেই তাজমহলের নাম, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের এই নিদর্শনটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি পর্যটন বিভাগ। সাংবাদিক, রাজনীতিক এবং মানবাধিকার কর্মীরা এ নিয়ে সরব হয়েছেন। তারা সপ্তদশ শতকের এই নিদর্শন তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ নিয়ে ১২ হাজার টুইট হয়েছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর এই পুস্তিকা প্রকাশ করা হলো। এই পুস্তিকায় রাজ্যের চলতি এবং আসন্ন বেশ কয়েকটি পর্যটন প্রকল্পের কথা কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্পটের উল্লেখ রয়েছে।