ভারতকে হারিয়ে সাফে রানার্স আপ বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই হাত ছাড়া করেছিল বাংলাদেশ। তবে নিজেদের শেষ ম্যাচে চমক দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে রানার্স হয়েছে বাংলাদেশ। আজ বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির পর উভয় দলই আরো ২টি করে গোল দিলেও জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। এই জয়ে বাংলাদেশ ৬ ম্যাচের ৪টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করলো। তবে ভারত আজকে হারলোও ৬ ম্যাচের ৫টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে।