বিসিসিসিআই এর পরিচালক হলেন চাঁপাইনবাবগঞ্জের জিন্নাতুল ইসলাম

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
বিসিসিসিআই-এর ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫—২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে হেবেই উইলসন টেক্সটাইল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান জিন্নাতুল ইসলাম পরিচালক (জনসংযোগ) হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেছেন। পরবর্তীতে তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
উল্লেখ্য, তিনি চায়না সরকারের স্কলারশিপ নিয়ে ২০১০ সালে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চায়না ভাষায় উচ্চতর শিক্ষা অর্জন করেন।