বিতর্কিত কান্ড করে শাস্তির মুখে ভারতের সহ-অধিনায়ক
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত। আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্য অসন্তোষ দেখিয়ে তিনি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পন্তকে শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। ঘটনাটি ঘটে ম্যাচের ৬১তম ওভারে। মোহাম্মদ সিরাজের করা ওভারের পঞ্চম বলে হ্যারি ব্রুক একটি বাউন্ডারি হাঁকানোর পর পন্ত বলের অবস্থা নিয়ে আপত্তি জানান এবং আম্পায়ার পল রাইফেলের কাছে বল বদলের আবেদন করেন। রাইফেল গজ দিয়ে বল পরীক্ষা করে জানান, বলে কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আবেদন প্রত্যাখ্যাত হলে পন্ত বিরক্তি প্রকাশ করে বলটি ব্যাকহ্যান্ডে মাটিতে ছুঁড়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান। ঘটনার পরপরই পরবর্তী ওভারে আম্পায়ারদের বল পরীক্ষা করতে দেখা যায় এবং শুবমান গিল ও যশপ্রীত বুমরাহকেও আম্পায়ারদের সঙ্গে আলোচনায় জড়াতে দেখা যায়।