বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল আলিম, আমনুরা ধীনাগুড় এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে সাবিরুল, এবং রাজশাহীর দামকুড়া থানার ফাত্তাপাড়া দুর্বামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন।

আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৮৯ বোতল মদ উদ্ধার করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জব্দ মদ ভোলাহাট থানায় জমা করা হয়।

এদিকে র‌্যাব-৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ৮টার দিকে গোদাগাড়ীর বড় নারায়নপুর সৌদি মার্কেটের সামনের পাকা সড়কে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ আলিম, সাবিরুল ও মিলনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।