বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা ও প্রচারণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। এসময় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি’র (এফএইচ) চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার ঝিলিম কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেন।
বিকেল সোয়া ৩টায় সংস্থার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু করা হয়। এতে সূচনা বক্তব্য দেনÑ এফএইচের কমিউনিটি টিম লিডার রাজিয়া জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ কমিটির সহসভাপতি ও আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, সংস্থার ঝিলিম কমিউনিটির সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের ফলে আমাদের সমাজ ও দেশ থেকে অনেক মেধাবী সন্তান ঝরে পড়ছে। পিছিয়ে যাচ্ছে আমাদের সমাজ ও দেশ। বাল্যবিয়ের ফলে নারীর অধিকার ঠিকমত বাস্তবায়িত হচ্ছে না। মেয়েরা যদি শিক্ষিত না হয়, তবে আমরা পিছিয়ে যাবো। বাল্যবিয়ের ফলে অনেক নারীর জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। আলোচনা শেষে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। শেষে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম।