বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠিত সংলাপে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আয়েশা বেগম, আইরিন বেগম, সালমা বেগম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেন এসএসবিসি প্রকল্পের তহরুল হক। সংলাপটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।