বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক আজিজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোবরাতলা ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক উম্মে হানি, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গোবরাতলা ইউপির স্বাস্থ্য পরিদর্শক আবদুল হক, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডলসহ স্থানীয় অভিভাকবৃন্দ, সমাজের সুধীবৃন্দ। সভায় আলোচনাকালে বক্তারা বলেন, সবাইকে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করতে হবে। শিশুর কোলে শিশু বড় ধরনের ক্ষতি হচ্ছে আমাদের সমাজে। আমাদের সকল স্তরের মানুষকে বাল্যবিবাহ বন্ধে জোর দিতে হবে।