বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পলিটেকনিক ইনস্টিটিউটের

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) সামসুর রহমান খান। অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ শিক্ষকম-লী।
এর আগে গত ২৭-৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড়শ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। তাদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়।