বাংলাদেশে পুশইন করা ৬ ভারতীয় নাগরিক চাঁপাইনবাবঞ্জে আটক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে অবস্থানকারী ২শিশু ও ২নারীসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আজ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে জেলা শহরের ৩নং ওয়ার্ডের আলীনগর ভূতপুকুর মহল্লার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। জানাগেছে আটককৃতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকড় ও মুরাডাই থানা এলাকায়। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে। তারা ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন দিল্লীর ক্যনজোড় এলাকার পুলিশ তাদের বাংলাদেশী সন্দেহে আটক করে। পরে গত ২৬ জুলাই বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। এরপর তারা ঢাকা চলে যায়। পরে ঢাকা থেকে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে এক আত্মীয়’র বাড়িতে আশ্রয় নেন।