বর্নাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জেলায় দীর্ঘদিনের খেলা শূণ্যতা কাটিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৪টায় জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) আলি আকবর আজিজী। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জমান।
অনুষ্ঠানে জানানো হয় লীগ পদ্ধতির এই খেলায় জেলার ৫টি অর্থাৎ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা ফুটবল দল প্রত্যেকের সাথে প্রত্যেকে খেলার পর শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মনোমুগ্ধকর করে সাজানো ষ্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক, ক্রীড়ামোদি, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ও সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল ২-০ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচণা করে। সদর উপজেলা দলে ২ জন নাইজেরিয়ান বিদেশী খেলোয়াড় অংশ নেন।