বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের
আগের ম্যাচে দুর্দান্ত এক জয়ে বাংলাদেশের মেয়েরা জাগিয়ে রেখেছিল সম্ভাবনা। তবে আরও একবার ব্যর্থ হয় ব্যাটিং। কিন্তু এবার আর বোলাররা ত্রাতা হতে পারেননি। বড় হারে শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা। গতরাতে সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা। ওই রান তাড়ায় ১৩৫ বল আগে জয় পায় ক্যারিবীয়রা। সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হয়েছে।