বটতলাহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃ*ত্যু
চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মুহিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মীরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মুহিন জোড়গাছি জয়নগর মহল্লার আব্দুল মতিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে মীরের পুকুরে মুহিন গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিনকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিমক ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বাদ আসর তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানান সাবেক কাউন্সিলর আব্দুল বারেক।