ফৌজদারি মামলায় লোকসভার জয়ী ২৫১ জনের বিরুদ্ধে
সদ্য শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩ আসন, অর্থাৎ জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, তাদের মধ্যে আবার ২৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন এবং ২০০৪ সালে ১২৫ জন জয়ী সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ছিল। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল-এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজিদারি অপরাধ সম্পর্কিত মামলা দায়ের রয়েছে। এছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে’এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।