ফারিণের নতুন অধ্যায় শুরু
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যুক্ত হলেন প্রযোজনায়, প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। গতকাল শুক্রবার ১৪ নভেম্বর দিবাগত রাতে সামাজিকমাধ্যমে ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি শেয়ার করে ফারিণ বলেন, ‘নতুন অধ্যায়ের শুরু, ফড়িং ফিল্মস আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে ফারিণ জানান, চলতি বছরের শেষদিকে তার গাওয়া একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে। তবে অভিনেত্রীর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক-সিনেমা নির্মিত হবে কিনা- এ বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। জানা যায়, মিউজিক ভিডিও দিয়ে শুরুর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। আপাতত প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত কাজ করাই তার প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া কলকাতার একটি সিনেমায় তার অভিনয় নিয়েও গুঞ্জন রয়েছে।