পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় ড্রয়ের পর শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া হলো জাবি আলোনসোর দলের। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে ১–১ গোলে ড্র করে তারা। তাতে পয়েন্ট হারানোর পাশাপাশি শীর্ষস্থানও হাতছাড়া হয় তাদের। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতা ফেরানোর আগ পর্যন্ত জিরোনা এগিয়ে ছিল আজেদিন উনাহির গোলে। ২০২৩ সালের এপ্রিলের পর জিরোনা প্রথমবার রিয়ালের জালে বল জড়াল এই ম্যাচে। সপ্তাহের শুরুতে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। সপ্তাহশেষে অবস্থান হলো ঠিক উল্টো। এখন এক পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে সব প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিততে পেরেছে তারা। জিরোনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খেতে থাকে রিয়াল। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে উনাহি দুর্দান্ত এক ফিনিশে গোল করে পিছিয়ে দেন অতিথিদের। ইনজুরি থেকে ফেরা এদার মিলিতাও মাঝমাঠে যথেষ্ট চাপ না দেওয়ায় ভিক্টর সিগাঙ্কভের পাস থেকে ১৪ গজ দূর থেকে নিখুঁতভাবে শট নেন উনাহি। আর তাতেই হয় গোল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ওপেন প্লেতে জালে বল জড়াতে না পারলেও পেনাল্টি থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ২৩তম ম্যাচে ২৮তম গোল করেন। ভিনিসিউস জুনিয়রকে হুগো রিনকন ফাউল করলে রেফারি স্পট কিক দেন। যদিও গোলরক্ষক পাওলো গাজানিগা দিক ঠিক ধরেছিলেন। কিন্তু এমবাপের নিখুঁত প্লেসমেন্টের সামনে কিছুই করার ছিল না। জিরোনা পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এবং পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে। তারা রিয়ালের বিপক্ষে শেষ চার ম্যাচে ১২–০ ব্যবধানে হেরে এসেছিল। প্রথমার্ধের শুরুর ২০ মিনিট দেখে মনে হয়েছিল সেই ধারা হয়তো চলবে। কিন্তু রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে, চুয়ামেনি আর ভিনিসিউস বারবার সুযোগ নষ্ট করায় শক্তির প্রমাণ কাগজে-কলমেই রয়ে যায়। মিলিতাও কর্নার থেকে একবার লক্ষ্যভেদ করতে চাইলেও গাজানিগা ঠেকিয়ে দেন। পরে এমবাপে একটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সে গোল বাতিল হয় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত লাগার কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট-পিসে মিলিতাও আরও দুইবার গোলের খুব কাছাকাছি যান। কিন্তু ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা চলতেই থাকে; চুয়ামেনি ও ভিনিসিউস আবারও বার লক্ষ্য খুঁজে পাননি। সমতা ফেরানোর পর জয়ের জন্য চেষ্টা করেছে রিয়াল। জুদ বেলিংহাম হেডে পোস্ট মিস করেন। আর ম্যাচের শেষদিকে এসে ভিনিসিউসের একটি শট গাজানিগা দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তাতে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার নিচে অবস্থান নিয়ে মাঠ ছাড়ে তারা।