প্রয়াসের খামারে পাওয়া যাচ্ছে কোরবানী যোগ্য গরু ছাগল ও ভেড়া
গতবারের মতো এবারো পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু, ছাগল ও ভেড়া পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুরযৌবন গ্রামে গড়ে তোলা হয়েছে প্রয়াস ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্রিডিং খামার। সেই খামারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি পালন করা হচ্ছে গরু ও ভেড়া (গাড়ল)।
প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল জানান, ঈদুল আজহাকে সামনে রেখে এবার কোরবানীযোগ্য শতাধিক ছাগল (খাসি), শিপ ফার্মের অধীনে ১৫টি গাড়ল, প্রয়াস ফ্যাটেনিং খামারে পালন করা হয়েছে অর্ধশত ষাঁড় ও ১৫টি বকনা গরু।
ডা. রাজিন বলেন-এইসব প্রাণিকে অতিযতেœ স্বাস্থ্য সম্মত উপায়ে লালনপালন করা হয়েছে। খামারে দক্ষ জনবলসহ অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন যারা প্রতিনিয়ত গরু, ছাগল ও ভেড়ার দেখভাল করছেন।