পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার সকাল ১০টার আপডেটে এ তথ্য জানা গেছে।

ইসির প্রকাশিত তথ্যমতে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ২০ হাজার ১০৯ জন।

কোন দেশ থেকে কতজন নিবন্ধন করেছেন: 

সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে ৫১,৫৭২ জন। দেশভিত্তিক অন্যান্য সংখ্যা—

নিবন্ধনের সময়সীমা বাড়ল

ইসি জানিয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।”

ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ

অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাতে প্রয়োজনীয় ঠিকানা সঠিকভাবে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি। বার্তায় বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে।

কীভাবে নিবন্ধন করবেন

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন।