পেঁয়াজে আইপি উন্মুক্তকরণের দাবি সোনামসজিদ আমদানিকারকদের


ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্তকরণের দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন। আজ বিকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আমদানিকারকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ¦ একরামুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। মাত্র দুদিন পরে আবারও বন্ধ করে দেওয়া হয় অনুমতি। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। আমদানিকারকেরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ ও আমদানিকারক আবদুল আওয়ালসহ অন্যরা।